দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

0
236

খবর৭১:দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি । শনিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে রবিবার (২ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। রবিবার (০২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

তিনি জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

দুর্ঘটনার পর থেকে রেল চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

বগুড়া:

বগুড়ায় পৃথক দুই সড়ক দুঘর্টনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

শনিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

অন্যদিকে, প্রায় একই সময় উপজেলার ধুনট মোড়ে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল‌ে ভর্তি করা হয়‌েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here