দেশের ক্রিকেটের জন্য বড় মাইলফলক: মাশরাফি

0
265

খবর৭১: ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা আটে উঠেছে টাইগারবাহিনী। টেস্টে ক্রিকেটের একসময়কার পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৮ নম্বরে জায়গা করে নিয়েছে সাকিব-তামিমরা।

মুশফিক-মাহমুদুল্লাহদের এমন সংবাদ দেশের ক্রিকেটের জন্য বড় মাইলফলক বলে উল্লেখ্ করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ মাধ্যমকে ক্যাপ্টেন ম্যাশ বলেন, ‘বিশ্ব ক্রিকেটের জন্য এটি বড় কিছু নয়। তবে আমাদের ক্রিকেটের জন্য বড় মাইলফলক। জিম্বাবুয়েকে আমরা অনেক আগেই ছাড়িয়েছি। এরপর দীর্ঘদিন নয়ে ছিলাম। পরের ধাপে ওঠার বাধাটা দূর করা জরুরি ছিল। অবশেষে সেটা হলো।’

নড়াইল এক্সপ্রেস বলেন, ‘১৮ বছর সময় এমনিতে মনে হতে পারে অনেক বেশি। তবে টেস্টে উন্নতি করা কঠিন। র‍্যাঙ্কিংয়ে সিড়ি বেয়ে ওঠাও কঠিন। যে সময়টায় আমরা টেস্টে নিয়মিত জিততে শিখিনি, তখন যদি আরেকটু বেশি ড্র করতে পারতাম, তাহলে হয়ত আরও আগে এই উন্নতি হতো। তবে যেটা বললাম, কাজটা অনেক কঠিন।’

ঘরের মাঠে টাইগারদের পারফরমেন্স উল্লেখ করে মাশরাফি বলেন, ‘এবার র‍্যাঙ্কিংয়ের এই উন্নতি সম্ভব হয়েছে মূলত ঘরের মাটিতে ধারাবাহিক পারফরম্যান্সে। আমার মতে, দেশের মাটিতে টার্নিং উইকেটে খেলার সিদ্ধান্তটি খুব ভাল সিদ্ধান্ত ছিল। তার আগে পর্যন্ত আসলে উন্নতিটা উল্লেখযোগ্য ছিল না। কোনো কাজও হচ্ছিল না।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here