দেশের অগ্রগতির জন্য যুবসমাজকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে —আরিফুল হক চৌধুরী

0
270

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেটঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তথ্য-প্রযুক্তিতে অগ্রগতি সাধনের মাধ্যমেই দেশের উন্নতি হয়। দেশকে ডিজিটালাইজড করতে হলে কম্পিউটার জানার বিকল্প নেই। যুবসমাজ যতবেশি কম্পিউটার ব্যবহারে দক্ষ হবে, কর্মক্ষেত্রে ততবেশি সাফল্য অর্জন করতে পারবে। এর মাধ্যমে দেশের অগ্রগতি নিশ্চিৎ হবে। শীঘ্রই সিলেটে একটি উন্নত মানের আইসিটি টাওয়ার প্রতিষ্ঠা করা হবে। আজকের এই মেলার মাধ্যমে যুবসমাজ কম্পিউটার তথা তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
প্লানেট আরাফ সিলেট সিটি কম্পিউটার সিটি’র উদ্যোগে ২য় বারের মত ৮দিন ব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্লানেট আরাফ সিলেট সিটি কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মুশফিক-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল রোববার নগরীর জিন্দাবাজারস্থ প্লানেট আরাফ মার্কেটের হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রযুক্তি তারুণ্যের হাতিয়ার’ এই শ্লোগানকে ধারণ করে কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও এফবিসিসিআই-এর পরিচালক খন্দকার সিপার আহমদ, ফ্লোরা লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারহান ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেট কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি এ এম সিদ্দিক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্লানেট আরাফ সিলেট কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল হাসান টিপু। সুদীপ্তা পালের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, সমিতির সদস্যবৃন্দ এবং মেলায় স্পন্সর প্রতিষ্ঠান এইচপি, এমএসআই, স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি., এক্সেল টেকনোলজি লি., সাউথ বাংলাস কম্পিউটার্স, ফ্লোরা লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টা. বিডি, রিব এন্টিভাইরাস ও ইসেন্ট ভাইরাসের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাকসুদুর রহমান। উল্লেখ্য, দ্বিতীয়বারের মত আয়োজিত কম্পিউটার মেলা ১০ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। এছাড়া মেলা চলাকালীন সময়ে সমিতির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতাসহন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here