দেশের গনতান্ত্রিক অধিকার বাস্তবায়নে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিলঃ সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

0
1839
দেশেরগনতান্ত্রিক অধিকার বাস্তবায়নে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিলঃ সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন


হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের এক সংকটময় সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

দেশের গনতান্ত্রিক অধিকার বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান আওয়ামীলীগ সরকার এদেশের গনতন্ত্রকে পাথর চাপা দিয়ে রেখে অগনতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। দেশের সিংহভাগ মানুষের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারনে জেলে আটকে রেখেছে জুলমবাজ সরকার। তিনি বলেন অনির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ নেত্রী বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের শপথ নিতে হবে।

গতকাল সোমবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সহ সভাপতি, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও জেলা বিএনপিরতথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির উপদেষ্টা ফজলুল করিম বকুল, জেলা বিএনপি নেতা সামছুর রহমান বাবুল, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মমিন, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক সফি উদ্দিন, যুবদল নেতা তারেক আহমদ, লিজন মিয়া তালুকদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন শাহী, ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, সোহাগ আহমদ প্রমূখ। এসময় বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম, হাজী রুহুল আমিন, নজরুল ইসলাম, হিফজুল বারী শিমুল, জাহেদুল ইসলাম আহবাব, ফজর আলী মেম্বার, আজর আলী মেম্বার, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, দিদার আলম মেমআর, কয়েছ আহমদ, আকিল আলী, আব্দুল আওয়াল, তাজুল ইসলাম, কয়ছর আহমদ, তালেব আলী, নূরুল হক, বাবুল মিয়া, আব্দুল কাইয়ূম, মানিক মিয়া, শ্রমিক দলের চেরাগ আলী, স্বেচ্ছাসেবকদলের সোলেমান মিয়া, সাহিদ আহমদ, যুবদলের কুতুব উদ্দিন, কবির আহমদ, লাল মিয়া, ছাত্রদল নেতা ইজাজুল হক রনি, এমামুল হক, সৈয়দ মেহেদী, বকুল আহমদ, খছরু মিয়া, মজনু মিয়া, নাহিদ আহমদ, রাশেদ আহমদ, মুজাহিদ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here