দূর্ঘটনা রোধে সকলকে এক সাথে কাজ করতে হবে — গাইবান্ধার পুলিশ সুপার

0
429

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
একটি দূর্ঘটনা, একটি পরিবারের সারা জীবনের কান্না। শুধু আইন দিয়ে নয়; সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে। আ লিক সড়ক ও মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে মালিক শ্রমিকসহ সর্বস্তরের জনগনকে এক সাথে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ি চৌ-মাথা নামক স্থানে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ কালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ্-আল-ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, বেলাল হোসেন ও সার্জেন্ট আযম খান ছাড়াও মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here