দুর্বিষহ জীবন থেকে বাঁচতে পাহাড়ি সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ সিরিয়ার শরণার্থীদের

0
362

খবর৭১:তুষার ঝড়ের কারণে দুর্বিষহ জীবন থেকে বাঁচতে লেবানন সরকারকে পাহাড়ি সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিরিয়ার শরণার্থীরা। তুষার ঝড়ের কারণে সিরিয়ার এইসব শরণার্থীরা চরম বিপাকে পড়ে আছেন।

সম্প্রতি লেবানন সীমান্ত পাড়ি দিতে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে অন্তত ১৭ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে গেছে লেবানন।

চোরকারবারির জন্য পরিচিত রুট ধরে ওই শরণার্থীরা রওয়ানা দিয়ে তুষারঝড়ের কবলে পড়েন। গত সপ্তাহে ১৭ জন নিহতসহ আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
লেবাননের সীমান্ত রক্ষী বাহিনী তাদের অংশে নিহতদের মরদেহ খুঁজে পেতে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এদিকে তুরস্কের কাছে লোহিত সাগর হস্তান্তর করার পর থকেই উত্তেজনা বিরাজ করছে লেবানন সীমান্তে। বাড়তি সেনা মোতায়েন করেছে দেশটি। অন্যদিকে মিসরও সেনা মোতায়েন করে রেখেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here