দুর্নীতি, এবার চীনের সাবেক উপ-অর্থমন্ত্রী গ্রেফতার

0
240

খবর৭১ঃ চীনে দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক উপ-অর্থমন্ত্রী ঝ্যাং শোচুয়ানকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

এর আগে ইন্টারপোলের প্রধান মেং হোংউইরকে গ্রেফতার করা হয়েছিল। তার কয়েক সপ্তাহ পর বেইজিং সাবেক এ শীর্ষ কর্মকর্তাকে আটক করার কথা জানাল।

চীনের শীর্ষ কৌঁসুলিরা বলেন, শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ তদন্তের মধ্যে দুর্নীতি দমন কর্তৃপক্ষ সন্দেহভাজন হিসেবে শোচুয়ানকে গ্রেফতার করেছে।

শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হওয়ার পর থেকে দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দেশটির অসংখ্য কর্মকর্তাকে আটক ও সাজা দিয়েছে চীন সরকার।

সাধারণত চূড়ান্ত অভিযোগ উত্থাপনের আগ পর্যন্ত দেশটির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখেন।

এর আগে চলতি মাসের প্রথম দিকে সিপিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইন্টারপোল প্রধান মেং হোংউইকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছিল বেইজিং।

২৫ সেপ্টেম্বর লিঁওর ইন্টারপোল সদরদফতর থেকে বের হয়ে চীনে রওনা হওয়ার পর থেকে কয়েক দিন পর্যন্ত মেংয়ের খোঁজ ছিল না বলে জানান তার স্ত্রী। এ জন্য ফ্রেঞ্চ পুলিশের কাছে অভিযোগও করেন তিনি।

ফরাসি পুলিশের অনুসন্ধানের মধ্যেই পরে চীন দুর্নীতির অভিযোগে তাকে আটকে রাখার কথা স্বীকার করে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here