‘দুর্নীতি আছে, অস্বীকার করার কিছু নেই’

0
685

খবর ৭১ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশে দুর্নীতি আছে। এটা অস্বীকার করার কিছুই নেই। অস্বীকার করলে আমরা এগুতে পারব না। আজ রোববার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। টিআইবির দুর্নীতির সূচক নিয়ে বাংলাদেশের অবস্থান ও টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতি হচ্ছে, আমরা এটা প্রতিরোধ করতে পারছি না। দুর্নীতি দমন কমিশনও পারছে না। ব্যাপক জনসাধারণের অংশগ্রহণেও এটা হচ্ছে না। অর্থাৎ আমরা সবাই দায়ী এর জন্য। টিআইবি বলছে, আপনারা দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না, বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না- সাংবাদিকদের এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, অভিযোগ করা সহজ, বিষয়টার সঙ্গে মোটেও একমত নই। দুর্নীতিবাজের মধ্যে বড়ছোট বলে কিছু নেই। দুর্নীতিবাজ দুর্নীতিবাজই। বড়ছোট বিভাজন করলে এটা খারাপ উদাহরণ হবে। সব দুর্নীতিবাজের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া সংগত। বড়ছোট করলে কমবে না।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here