দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হতাশ সরফরাজ

0
458

খবর৭১ঃভাগ্য ফেবারে না থাকলে যা হয়। ইনিংসের শুরু থেকে অসাধারণ ব্যাটিং করে যাওয়া পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদমাঠ ছাড়েন মাথা নিচু করে। তার চাহনিই বলে দিচ্ছে, তিনি কতোটা হতাশ, কতোটাব্যথিত। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির মিস করেন।

রোববারইংল্যান্ডের বিপক্ষেপঞ্চম ওয়ানডেতে ব্যাটিংয়ে ঝড় তোলেনবাবর আজম ও সরফরাজ আহমেদ। অথচ দুজনই ফেরেন হতাশ হয়ে।

৩৫২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ রানে ৩ উইকেটহারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়পাকিস্তান।

দলের এমনকঠিন পরিস্থিতিতে হাল ধরেনবাবর আজমও সরফরাজ আহমেদ।চতুর্থ উইকেটে গড়েন ১৪৬ রানের।

দুর্ভাগ্যবাবর আজম ও সরফরাজের। দুজনই সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ব্যর্থ হন। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তারা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজেরচতুর্থ খেলায়সেঞ্চুরি (১১৫) করা বাবর আজম রোববার ফেরেন ৮৩ বলে ৮০ রান করেন। তার ইনিংসটি৭৮ বলে সাতটি চার ও ২টি ছক্কায় সাজানো।

বাবর আজমআউট হলেও, সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সরফরাজ আহমেদ। কিন্তু বাবরের মতো সরফরাজও হতাশ হয়ে মাঠ ছাড়েন। দুজনই ফেরেন রান আউট হয়ে।তার আগে ৮০ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৯৭ রান করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here