দুবাইয়ে হ্যাপিনেস ফিল্ম এ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন বাংলাদেশের রিয়াসাত হাসিন

0
494

খবর ৭১: হ্যাপিনেস বা সুখের উপর ভিত্তি করে নির্মিত শর্ট ফিল্মের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দুবাইয়ে। দুবাই সরকারের আহবানে বিভিন্ন দেশের শত শত প্রতিযোগী অংশ গ্রহণ করেন শর্ট ফিল্ম নির্মাণের প্রতিযোগীতায়। এর মধ্যে সেরা ২২ জনকে পুরস্কার প্রদান করে কর্তৃপক্ষ। আনন্দের সংবাদ হলো সেই ২২ জন প্রতিযোগির মধ্যে একজন পুরস্কার প্রাপ্ত হলেন বাংলাদেশের প্রবাসী যুবক রিয়াসাত হাসিন রহমান। তার নির্মিত ‘টি পার্টি’ চলচিত্র দিয়ে সেরা ২২ এ জায়গা করে নেন তিনি। গত মঙ্গলবার দুবাইয়ের দেরা সিটি সেন্টারের একটি সিনেমা হলে সেরা ২২ জনকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের ব্রাহ্মবাড়িয়ার জন্ম নেয়া হাসিন প্রথমবার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেই সেরা ২২ এর পুরষ্কার জিতে নেন। তাছাড়া প্রতিযোগীতায় সর্বকনিষ্ঠ হিসেবে সবার নজর কাড়েন তিনি। সেই সাথে বাংলাদেশের প্রবাসীদের মুখও উজ্জ্বল করেছেন হাসিন রহমান। প্রতিযোগীতায় পুরষ্কার প্রাপ্ত ২২ জনের নির্মিত চলচিত্র আমিরাতের সব সিনেমা হলে প্রদর্শন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here