দুপুরে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা

0
534

খবর ৭১: ত্রিদেশীয় সিরিজের জটিল সমিকরণের সামনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সিরিজে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে ও বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানে হেরে যায় তারা। তাই ত্রিদেশীয় সিরিজে আজ চন্ডিকা হাথুরুসিংহের বাহিনীর বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে হারলেই বিদায় নিতে হতে পারে তাদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায়। স্বাগতিকদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও লঙ্কানদের জন্য এটি ফাইনাল নিশ্চিতের লড়াই। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। আর চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।

ফাইনালে খেলতে জয়ই দরকার শ্রীলঙ্কার। হারলে তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় সফরকারীরা। সেই আত্মবিশ্বাসই চাঙ্গা করেছে চান্দিমালদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here