দুপুরের মধ্যেই ৮ প্রার্থীর ভোট বর্জন

0
276

খবর৭১ঃ ভোট কারচুপি, কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলে ভোটের দিন দুপুরের আগেই দেশের বিভিন্ন আসনের ৮ প্রার্থী ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে ৭ জনই ধানের শীষের প্রার্থী। অপর একজন স্বতন্ত্র প্রাথী।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সারা দেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এর পরপরই বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ আসতে থাকে।

এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ভোট বর্জনের ঘোষণা দেন। ওই আসনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

ফরিদপুর-২ (নগরকান্দা-শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সংবাদমাধ্যম কর্মীদের জানান, তার আসনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রেই ভোটের আগের রাতেই ব্যালটে সিল মেরেছে আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকরা। আসনটিতে শামার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী।

দুপুর ১২টার দিকে ঢাকা-১ (দোহার-নবাব) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম কারচুপি, কেন্দ্রদখলসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। এ আসনে সালমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বেসরকারিকরণ উপদেষ্টা ধনকুবের সালমান এফ রহমান।

বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ওই আসনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার নৌকার প্রার্থী।

বাগেরহাট-৪ আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মো. আবদুল আলীম বেলা ১টার দিকে ভোট বর্জন করেন। ওই আসনে নৌকার প্রার্থী হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হোসেন।

সবশেষ দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-১ আসনের বিএনপি প্রার্থী আমির এজাজ খান ভোট বর্জন করেন। আসনটিতে নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন পঞ্চানন বিশ্বাস।

খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ভোট বর্জন করেছেন। আসনটিতে নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন মুন্নুজান সুফিয়ান। এছাড়া খুলনা-৪ আসনের বিএনপির আজীজুল বারী হেলাল ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আবদুস সালাম মুর্শেদী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here