দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাবের উদ্যোগে সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ

0
491

আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাবের উদ্যোগে সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় চত্বরে ক্লাবের সভাপতি সুদেব কুণ্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেকে কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক শফিকুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সিম ব্যাংকের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রণী সম্পদ কর্মকর্তা আহসান হাবীব, বগুড়া ইউনিক পাবলিক স্কুলের পরিচালক তনসের আলী, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, ক্লাবের সহসাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান পলাশ, সদস্য অসীম কুমার দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিমল চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন ফকির, সহসভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরশাদ মহলদার, কোষাধ্যক্ষ প্রদ্যুৎ কান্তি, সদস্য আতাউর হোসেন, দুলাল বসাক, এদিন বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here