দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

0
358

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) উপলক্ষে দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ২৩ ডিসেম্বর শনিবার পৌরসভা চত্বরে ৬মাস ১১মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পৌরসভা চত্বরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, মোস্তফাপুর মুক্তিযোদ্ধা একাডেমীর সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র আজিম মিস্ত্রী, রায়হান সরদার রতন, নাইচ মিজান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট একলিমুর রহমান দোয়েল, ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম, দুপচাঁচিয়া পৌরসভার স্টোরকিপার মাহমুদ হোসেন খান ফুয়াদ, টিকাদানকারী মৌসুমী আকতার উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস জানান, ১৪৪টি স্থায়ী কেন্দ্র ও ৮টি অতিরিক্ত কেন্দ্রের মাধ্যমে ১৭২৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here