দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফলের গেজেট সহ সকল কার্যক্রম স্থগিত চেয়ে ৫প্রার্থীর আবেদন

0
469

আবু রায়হান ,দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
গত ১৮মার্চ সোমবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ২ চেয়ারম্যান, ২মহিলা ভাইস চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান নির্বাচনে জালিয়াতি ও কারচুপির মাধ্যমে অর্জিত ফলাফল এর গেজেট প্রকাশের সকল কার্যক্রম স্থগিত রেখে ব্যালট পেপারের মুড়ি পরীক্ষা সহ সকল অনিয়মের তদন্তপূর্বক ফলাফল বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী আপীল কর্তৃপক্ষ বগুড়ার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। গত ২১মার্চ বৃহস্পতিবার বিকেলে অভিযোগকারীগণ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার দুপচাঁচিয়ার কার্যালয়ে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারীগণ হলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী কল্যান প্রসাদ পোদ্দার(কাপ পিরিচ মার্কা), এএইচএম নুরুল ইসলাম খান(মোটরসাইকেল মার্কা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামিমা আক্তার মুক্তা(প্রজাপতি মার্কা), মাছুমা আক্তার(হাঁস মার্কা) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন মন্ডল(চশমা মার্কা)। সহকারী রিটার্নিং অফিসার ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন ২ চেয়ারম্যান, ১ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক দায়েরকৃত অভিযোগ পাওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বলেন, অভিযোগগুলো আমি বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনী আপীল কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। তিনি এ ব্যাপারে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here