দুপচাঁচিয়ায় ৬ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

0
443

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় মুরগির ঘর থেকে প্রায় ৬ফুট লম্বা মাছুয়ালা(আ লিক নাম) বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বনবিভাগের পেছনে কাঠ ব্যবসায়ী ছামছুল আলমের বাড়ির মুরগির ঘর থেকে এ সাপ উদ্ধার করা হয়।
ছামছুল আলম জানান, সোমবার সকালে তিনি তাঁর মুরগি রাখা ঘরের দরজা খুলতে গেলে দেখেন ৪টি মুরগি মরে পড়ে আছে। সেই সঙ্গে তিনি এ বিষধর সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। দ্রুত তিনি স্থানীয় সাপুড়িয়াকে খবর দিলে সাপুড়িয়া লাল মিয়া এসে সাপটিকে ধরে নিয়ে যান।
সাপুড়িয়া লাল মিয়া জানান, এ বিষধর সাপটি হলো মাছুয়ালা সাপ। এটি প্রায় ৬ফুট লম্বা হবে। বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে রাতের কোন এক সময়ে এ সাপটি হয়তো মুরগির ঘরে ঢুকেছিল।
উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান জানান, উদ্বারকৃত সাপের বৈজ্ঞানিক নাম বাংগারাজ পিরুলিয়াস।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here