দুপচাঁচিয়ায় ৫টি লাচ্ছা সেমাই কারখানার মালিককে ২৪ হাজার টাকা জরিমানা

0
217

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালনায় পাঁচটি লাচ্ছা দুপচাঁচিয়ায় সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার চৌমুহনী বাজার ও জিয়ানগর বাজারে অভিযান চালানো হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ও বাসি পোড়া তেলে লাচ্ছা সেমাই বানানোর অভিযোগের ভিত্তিতে চৌমুহনী বাজারের এএস লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা, মীম লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৪ হাজার টাকা, সোহান লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৩ হাজার টাকা, দেলোয়ার লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৪ হাজার টাকা এবং জিয়ানগর বাজারে ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সরকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মমতা রানী সাহা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here