দুপচাঁচিয়ায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0
202

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগানে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২২জুলাই হতে ২৪জুলাই পর্যন্ত ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মুনছুর হেল্লাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, মৎস কর্মকর্তা আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫হাজার টাকার বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা হতে রাত্রি ৮টা পর্যন্ত মেলা প্রদর্শিত হবে। মেলায় ১৪টি নার্সারী স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ বিক্রয় করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here