দুপচাঁচিয়ায় হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত

0
277

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার মোস্তফাপুরে মুক্তিযোদ্ধা একাডেমীর আয়োজনে ও জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা ও হাসনা-হায়দার ফ্রি মেডিসিন ক্যাম্পের আসাদুর রহমান খন্দকার লাইজুর ব্যবস্থাপনায় ফ্রি মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আছির উদ্দিন চিশ্তী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। এজন্য এক আলোচনা সভায় একাডেমীর সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও আ’লীগ নেতা সাংবাদিক এম, সরওয়ার খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন ক্যাম্পের পৃষ্টপোষক আসাদুর রহমান খন্দকার লাইজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া জেলা ইউনিটের সেক্রেটারী মুক্তিযোদ্ধা একেএম সুরুতজ্জামান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সহসভাপতি প্রভাষক নাজমুল হক, আছির উদ্দিন চিশ্তী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। এদিন চামরুল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সহ প্রায় ৯’শ দরিদ্র রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র সহ ওষুধ প্রদান করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here