দুপচাঁচিয়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

0
263

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার দিনব্যাপী ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে হাতি সহ এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম বাঙলার নাগরদোলা, সাপ খেলা, বাদর খেলা, যাদু প্রদর্শন, ওপেন কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব শাহজাহান আলী, আব্দুল হাকিম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুবেদ কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল হক মন্টু। মেলায় সরকারী ব্যবস্থাপনায় ৮টি স্টল সহ স্টল স্থাপন করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here