দুপচাঁচিয়ায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমনে ইমাম মোয়জ্জিনদের আলোচনা সভা

0
510

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমনে “ইমামদের ভুমিকা শীর্ষক” আলোচনা সভা গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা সমিতির সভাপতি আলহাজ¦ মাও: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: তাজুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফজলুল হক, থানার প্রতিনিধি এসআই আব্দুস সালাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ মাও: ইউসুফ আলী, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, জিয়ানগর ইউনিয়ন সভাপতি মাও: রমজান আলী, চামরুল ইউনিয়ন সভাপতি মাও: আব্দুল গোফ্ফার, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মাও: ফাসিউল ইসলাম, গুনাহার ইউনিয়ন সাধারণ সম্পাদক মাও: ফরহাদ হোসেন প্রমুখ। এদিন দুপচাঁচিয়া উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির কল্যান ট্রাষ্ট থেকে সমিতির ২৪০জন সদস্যদের মাঝে ১লক্ষ ১৫হাজার টাকা সম্মাননা ভাতা প্রদান করা হয়।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here