দুপচাঁচিয়ায় লাইট হাউজের উদ্যোগে অল্প বয়স্ক বিধবাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
351

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় লাইট হাউজের আয়োজনে অষ্ট্রিলিয়ান হাইকমিশনের সহযোগিতায় অল্প বয়স্ক বিধবা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মোস্তফাপুর লাইট হাউজের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন-অর রশিদ এর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা অপূর্ব মোহন তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী, ইউপি সদস্য বুলু প্রামানিক, লাইট হাউজের সহকারী পরিচালক ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক শাহীনুর রহমান, অভ্যন্তরীন প্রশিক্ষক শংকর শাহা, ফিল্ড সুপারভাইজার ইসরাইল হোসেন, জাকির হোসেন, পারুল আক্তার, অল্প বয়সী বিধবাদের পক্ষে তাসলিমা বেওয়া প্রমুখ। এদিন ৪০জন অল্প বয়স্ক বিধবাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here