দুপচাঁচিয়ায় মোটরসাইকেল ছিনতাই , ছিনতাইকারীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

0
318

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় গত শুক্রবার রাতে সুলতান আলীকে আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-১২ এর অভিযানে গত শনিবার রাতে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ ৪জন ছিনতাইকারীকে আটক করে রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। পুলিশ ছিনতাইকারীদের দেয়া তথ্যমতে রোববার রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল দুপচাঁচিয়া-তালোড়া রাস্তার পদ্মপুকুর এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও উপজেলার আটগ্রাম এলাকার নাগরনদ থেকে মোটরসাইকেলের(বাজাজ সিটি-১০০) ফেলে দেয়া ডিজিটাল নম্বরপ্লেটটি (বগুড়া-হ-১৩-৯৯৭৯) উদ্ধার করেছে। গতকাল সোমবার ওই ৪জন ছিনাতাইকারীকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন। উলে­খ্য যে, গত শনিবার রাতে আহত সুলতান আলীর স্ত্রী আফরুজা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে দুপচাঁচিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের ৭দিনের রিমান্ডের আবেদন চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here