দুপচাঁচিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত

0
324

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল সোমবার ভোরে স্মৃতি অম্লান চত্বরে ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। পরে স্মৃতি অম্লানে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, জাতীয়পার্টি, সিপিবি, বিএনপি, দুপচাঁচিয়া পৌরসভা, উপজেলা প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি পেশার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সকাল ৮টায় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা যুুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন প্রমুখ। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here