দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

0
568

আবু রায়হান ,দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত রোববার সূর্যদোয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। এর পরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ৮টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম তালুকদার, ইউএনও এসএম জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জেসমিন প্রধান, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল হক মন্টু, ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, আব্দুল করিম, শামছুদ্দিন আহম্মেদ প্রমুখ। সংবর্ধনা সভার শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানগুলোতে ধারাভাষ্য প্রদান করেন সাবেক ব্যাংকার আলহাজ্ব আজিজুল হক, সুদেব কুণ্ডু ও উম্মে সায়মা শবনম বর্ষা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here