দুপচাঁচিয়ায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
273

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, থানা বিএনপি, উপজেলা প্রেসক্লাব, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পুষ্পমাল্য অর্পন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে প্রভাত ফেরী বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার বেদিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন শেষে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও আজিজুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুণ্ডুর পরিচালনায় এক সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে বুধবার সকালে তালোড়া মুক্তিযোদ্ধা সংসদ, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয়পার্টি, বিএনপি ও অঙ্গসংগঠন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here