দুপচাঁচিয়ায় মহাজোট প্রার্থীর কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৬

0
259

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মহাজোট প্রার্থীর লাঙ্গল মার্কার কর্মী আলমগীর হোসেনের মোটরসাইকেলে বুধবার বিকেলে দুপচাঁচিয়া মাষ্টারপাড়া রা¯—ার মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক গত বুধবার সন্ধ্যায় ২৮জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫০জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পরপরই দুপচাঁচিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার(৫০), থানা যুবদল নেতা ইদ্রিস আলী(৩৮), রেজাউল করিম রতন(৩৮), ছাত্রদল নেতা জাহিদ হাসান রো¯—ম(২৪), জাকিউল ইসলাম(২৫) ও কলে­াল(২৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় এজাহার নামীয় ৬জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here