দুপচাঁচিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
328

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলোক কুমার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওয়াহেদ, পরিবার কল্যান সহকারী আফরোজা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফেরদৌস রহমান, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম। পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here