দুপচাঁচিয়ায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

0
299

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জাহানারা কামরুজ্জামান (জে.কে) কলেজ মাঠে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম এর উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে ও ওষুধ প্রশাসন অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক এবং স্কয়ার হাসপাতাল ঢাকা এর পরিচালক সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম রসুল, উপপরিচালক ডাঃ নির্মলেন্দু চৌধুরী, বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, প্রভাষক আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ইনচার্জ ফার্মাসিস্ট বর্হি বিভাগ একলিমুর রহমান দোয়েল, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রফিকুল ইসলাম সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। উক্ত চিকিৎসা ক্যাম্পে সার্জারী, গাইনী, মেডিসিন, অর্থপেটিকস, নাক-কান, গলা, চক্ষু, শিশু, চর্ম ও যৌন, হৃদরোগ ও হরমন রোগের চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। একদিনের এ চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশুদের বিনামুল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here