দুপচাঁচিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পবিস এর লাইনম্যান নিহত

0
277

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটের অদূরে নিমকোলা গ্রামে পল্ললী বিদ্যুতের এইচটি লাইন মেরামত করতে গিয়ে গতকাল শুক্রবার দুপুর ১২টায় পলী বিদ্যুৎ সমিতির দুপচাঁচিয়া এলাকার লাইনম্যান জাহেদুল ইসলাম জুয়েল(২৭) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। সে খুলনার ফুলতলা থানার পিপরাইল জামিরা এলাকার রাশেদ আলীর ছেলে।
ঘটনারদিন জুয়েল তার সহকর্মী ল্যাইনম্যান বিকাশ সরকারকে সাথে নিয়ে বিদ্যুতের এইচটি লাইন মেরামতের কাজ করছিল। সে সময়ে অসাবধানবশতঃ পিডিবির ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সাথে জুয়েল বিদ্যুৎ স্পৃষ্ট হলে সাথে সাথে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে বগুড়া পলী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মতিন, দুপচাঁচিয়া কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফিরোজী সহ পবিসের বেশ কয়েকজন কর্মকর্তা স্বাস্থ্য কমপেক্সে উপস্থিত হন।
পবিসের দুপচাঁচিয়া এলাকার ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী জানান, লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুাতায়িত হলে তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশকে হাসপাতালে পাঠিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here