দুপচাঁচিয়ায় বসতবাড়িতে আগুন – প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি

0
332

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা সদরের পালপাড়ায় সোমবার সন্ধ্যায় সঞ্জয় মহন্তের বাড়িতে আগুন লেগে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলা সদরের পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পালপাড়ায় রঞ্জিত মহন্তের ছেলে সঞ্জয় মহন্ত ও মৃত অমূল্য মহন্তের স্ত্রী সুরবালা বাড়িতে তালা দিয়ে পরিবারের লোকজন নিয়ে ওই দিন সন্ধ্যায় সরস্বতী পূজা দেখতে বের হয়। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিবেশিরা ওই তালাবদ্ধ বাড়ির টিনের ছাউনির ওপর দিয়ে আগুনের শিখা দেখতে পায়। দ্রুত প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।   সঞ্জয় মহন্ত ও সুরবালার তিনটি ঘরের ইলেকট্রিক সরঞ্জামাদি সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে কি ভাবে আগুন লেগেছে তার সঠিক কারন জানা না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটতে পারে।
ক্ষতিগ্রস্ত সঞ্জয় মহন্ত জানান,তিনি শ্রমিকের কাজ করেন।এ অগ্নিকান্ডে তাঁর কিস্তির তোলা ৩২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। এ অগ্নিকান্ডের ঘটনার পরপরই রাতেই দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও পৌর মেয়র বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল ও ইউএনও শাহেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here