দুপচাঁচিয়ায় বনবিভাগের রোপিত গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

0
324

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ২০১৬-১৭অর্থবছরে রোপিত ইসলামপুর-করমজী সড়কের ৩কি.মি বাগানের করমজী গ্রামের পূর্বপার্শ্বের সড়কের প্রায় ৭৫টি গাছ রোববার দিবাগত রাতে কেটে ফেলেছে চিহ্নিত দূর্বৃত্তরা। এতে প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা বনবিভাগ সূত্রে জানা গেছে।
উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৬-১৭অর্থবছরে ইসলামপুর-করমজী সড়কের ৩কি.মি বাগান সৃজিত হয়। উক্ত বাগানের পার্শ্ববর্তী জমির মালিকগণ এই সড়কে রোপনকৃত গাছগুলো কেটে ফেলেছে। ওই সূত্র আরও জানায় অতীতেও ওই দূর্বৃত্তরা ওই রাস্তার গাছ বেশ কয়েকবার কেটে ফেলেছে। দূর্বৃত্তদের এ অপকর্মের বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বার বার অবহিত করেও কোন ফল পাওয়া যায়নি।
উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, গাছকাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

খবর৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here