দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে “বঙ্গবন্ধু ও ‘৭৫ পরবর্তী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

0
249

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন দুপচাঁচিয়া উপজেলা কমিটির আয়োজনে “বঙ্গবন্ধু ও ‘৭৫ পরবর্তী বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার বিকালে ঢাকা থেকে মুঠোফোনে এ আলোচনা সভার উদ্বোধন করেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব শেখ ওয়াহেদুজ্জামান আল ওয়াহিদ। বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন উপজেলা কমিটির আহবায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দীন ফকির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তার বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন উত্তরবঙ্গ সমন্বয়ক নবী রাহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সহসভাপতি লোকমান হোসেন মহলদার, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, আ’লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, বঙ্গবন্ধু পরিষদ দুপচাঁচিয়া কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মহিলা কলেজের অধ্যক্ষ সামছুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আবুল বাশার, প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here