দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

0
316

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উনাহত সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খোলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী সভা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের সভাপতি ও ইউএনও এসএম জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আবু সাঈদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোত্তালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আবু সালেহ নূহ, সমবায় কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক মন্ডল, মশিউল ইসলাম, সুবাস চন্দ্র পাল, রেজাউল ইসলাম, রুসাইদা নাছরিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, সহসভাপতি নূরে আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়নের হাতে ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেওয়া হয়। এ টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here