দুপচাঁচিয়ায় প্রতিবন্ধীদের বিণামূল্যে ভ্রাম্যমান হেলথ ক্যাম্প

0
425

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং দুপচাঁচিয়া নবজাগরণ সংস্থার সহযোগিতায় দিনব্যাপী প্রতিবন্ধীদের বিণামূল্যে ভ্রাম্যমান হেলথ ক্যাম্প ও মোবাইল থেরাপী ক্যাম্পেইন সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে নবজাগরণ সংস্থার কার্যালয় প্রাঙ্গনে ভ্রাম্যমান এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, কেন্দ্রের ক্লিনিক্যাল অকুপেশনাল থ্যারাপিস্ট ডাঃ আফসানা সিদ্দিকি, টেকনিশিয়ান মলি রানী চক্রবর্তী, দুপচাঁচিয়া নবজাগরণ সংস্থার উপদেষ্টা আব্দুল আলিম খান, সভাপতি শহীদুল ইসলাম, নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। এদিন নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার প্রায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে থেরাপী ও সেবা প্রদান করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here