দুপচাঁচিয়ায় পৌর আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

0
235

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস গতকাল শুক্রবার বিকালে দুপচাঁচিয়া পৌর আ’লীগের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, সহসভাপতি লোকমান আলী মহলদার, আবু জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, পৌর আ’লীগের সহসভাপতি নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, আ’লীগ নেতা ফেরদৌস রহমান, সোহান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, প্রজন্মলীগের সভাপতি দেলোয়ার হোসেন আকাশ প্রমুখ। এ সময় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here