দুপচাঁচিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

0
344

খবর৭১:দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস কল্পে ব্যাপক জনসচেতননা সৃষ্টির উদ্দেশ্যে ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও সহকারী সুবোধ কুমার আচার্যের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজ নেওয়াজ হোসেন, ইউপি সদস্য নাসির উদ্দিন নাইচ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান উপসহকারী মেডিকেল অফিসার অলক কুমার সরকার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাব, পরিবার কল্যান সহকারী আফরোজা বেগম প্রমুখ। আগামী ৩০ডিসেম্বর হতে ৪জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here