দুপচাঁচিয়ায় নৈশ প্রহরীদের মাঝে লাঠি ও বাঁশি বিতরণ

0
417

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারের নৈশ প্রহরীদের মাঝে লাঠি, বাঁশি, টর্চ লাইট ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাহাড়া দেয়ার এসব উপকরণ বিতরণ করেন সহকারী কমিশনার (ভুমি) জেসমিন প্রধান। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস,উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল খালেক, মেহেরুল ইসলাম, আব্দুল হাকিম, শাজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল¬াহ প্রিন্স, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, অধ্যক্ষ আব্দুল মঁিজদ, শামছুল হক, ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল হক মন্টু প্রমুখ। এদিন উপজেলার ৫০ জন নৈশ প্রহরীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here