দুপচাঁচিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদলের চারনেতা গ্রেপ্তার

0
229

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানা-পুলিশ শুক্রবার বিকেলে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ছাত্রদলের চারনেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের চকসুখানগাড়ী মহল্লার সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোজাফ্ফর রহমান টিটু(৩৮) ও ছাত্রদলনেতা আবদুস সবুর খন্দকার(৩২), পুরাতন বাজার এলাকার পলাশ সাহা (৩০), জয়পুরপাড়া মহল্লার জাকির হোসেন(২৮) ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোজাফ্ফর রহমান থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং অন্যরা থানা ও পৌরছাত্রদলের বিভিন্ন পদের নেতা-কর্মী। তাঁরা শুক্রবার বিকেলে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালা ভেঙে নাশকতা করার জন্য পরিকল্পনা করছিল। এঁদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে শনিবার বিকেলে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মারপিটের মামলার আসামী মাজহারুল হক(২০), জাহিদ হাসান সৃষ্টি(২৩), আবদুল কাদের(২১) এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে আজিজুল হককে(৩২) গ্রেপ্তার করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here