দুপচাঁচিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

0
326

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনে     উপজেলা পর্যায়ে শিক্ষা সংক্রান্ত ১৪টি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী এর পরিচালনায় পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শামছুল হক, জুবায়ের আল মাহমুদ, প্রধান শিক্ষক আবুল বাশার, শামছুল ইসলাম টুটুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণবৃন্দ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত ১৪টি বিষয়ের ৪টি গ্র“পে ৫৬জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গতঃ শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, দেশাত্ববোধক ও লোক সংগীতে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে প্রমা চৌধুরী। সে প্রভাষক পরিমল কুমার চৌধুরী ও শিক্ষিকা পুলমা বসাকের মেয়ে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here