দুপচাঁচিয়ায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন

0
313

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-এই প্রদিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় নর্দান ইলেকট্রিসিটি   কোম্পানী (নেসকো) লিঃ দুপচাঁচিয়া ও বগুড়া পলী বিদ্যুৎ সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিসের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সামনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাংগঠনিক সস্পাদক এনামুল হক রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুলাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর ছিদ্দিক, থানার এএসআই মাসুদ রানা, দুপচাঁচিয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হামিদুর রহমান, সহকারী প্রকৌশলী সিয়াম বিন ফরিদ, উপসহকারী প্রকৌশলী মজিবর রহমান, আনোয়ার হোসেন, বগুড়া পলী বিদ্যুৎ সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, এজিএম আব্দুস সালাম, পরিচালনা বোর্ডের পরিচালক ও কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, পরিচালক আলী আজগর তালুকদার, জাহাঙ্গীর আলম সহ দুপচাঁচিয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ও বগুড়া পলী বিদ্যুৎ সমিতি-১ দুপচাঁচিয়া জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here