দুপচাঁচিয়ায় জাতীয় পাট দিবস পালিত

0
324

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে পাটর‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, অধ্যক্ষ আবুল বাশার, নারী নেত্রী পারুল আক্তার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী অসীম কুমার দাস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here