দুপচাঁচিয়ায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপিত

0
321

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে গতকাল শনিবার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল সকালে মন্দিরে জগন্নাথদেবের পূজা, ভোগ ও দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। জগন্নাথদেবের রথ বের করে ধর্মপ্রাণ হিন্দু নর-নারীরা দড়ি দিয়ে টেনে গৌর নিতাই আখড়ায় নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, থানার এসআই জাকির হোসেন, আব্দুস সালাম, মন্দির কমিটির সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী, অশোক সাহা, প্রশান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সহ শিশির চক্রবর্তী, মিল্টন বসাক, সোহাগ সাহা, সবুজ দত্ত, সাধন কর্মকার, পরিমল দাস, স্বাক্ষর বসাক প্রমুখ। ধর্মানুসারে রথযাত্রা উৎসবটি ৭দিন ধরে উদযাপিত হয়। এদিন এ তিথিতে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা রথে বসে মাসির বাড়িতে যান। ৭দিন পর আবার ফিরে আসেন। এ উৎসবে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নর-নারী অংশগ্রহণ করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here