দুপচাঁচিয়ায় চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও গুনীজন সংবর্ধনা

0
351

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দেবখন্ড চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী মহান বিজয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল বীরমুক্তিযোদ্ধা, গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র রোগীদের বিনামূল্যে রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান, শিক্ষানুরাগী মুনছুর উল্লাহ স্মৃতি পদক প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রানুষ্ঠান। এ উপলক্ষে রোববার বিকালে ক্লাব চত্বরে তালোড়া ইউপি চেয়ারম্যান ক্লাবের উপদেষ্টা সদস্য আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আতাউর রহমান, শাহিনুর বেগম, ডাঃ এস,এ মোকতাদ রাজু, সাবেক সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অধ্যক্ষ ফজলুর রহমান, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, তালোড়া পৌর বিএনপির সভাপতি আবু হোসেন সরকার আবুল, ক্লাবের সভাপতি খন্দকার সালাহ্ উদ্দীন আহমেদ এ্যাপোলো প্রমুখ। সভা শেষে তালোড়ার সকল মুক্তিযোদ্ধা, পিইসি, জেএসসি,এসএসসি, এইচএসসি ও সমমানের ৩৭জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ৬জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here