দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণকবর, বধ্যভূমি জিয়ারত ও গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

0
345

আবু রায়হান ,দুপচাঁচিয়া(বগুাড়) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে গণকবর ও বধ্যভূমি জিয়ারত করা হয়েছে। উপজেলা সদরের পদ্মপুকুর বধ্যভূমি, চৌধুরীবাড়ী বধ্যভূমি ও মরাগাংগি গণকবরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, মাহবুবুর রহমান তালুকদার মুকুল, আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু, সাবেক ব্যাংকার আজিজুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এদিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, মহিলা কলেজের অধ্যক্ষ সামছুল হক আকন্দ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ। সভার শুরুতে ১৯৭১সালের ২৫মার্চের কালো রাতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here