দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
311

আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আনন্দ শোভাযাত্রা ও কেক কর্তন করা হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব চত্বরে কেক কর্তন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা ফেরদৌস রহমান, থানার ওসির প্রতিনিধি এসআই আব্দুস সালাম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here