দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

0
275

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস মঙ্গলবার দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় এক মানববন্ধন পালিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান থান সেলিম, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আবুল বাশার, ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন সহ সরকারি সকল সপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাথী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here