দুপচাঁচিয়ার পল্লীতে গৃহবধু হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আনু দায় স্বীকার করে

0
199

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া আলতাফনগর বড়চাপড়া গ্রামের গৃহবধুকে গলাকেটে হত্যা মামলার আসামী একই গ্রামের সাহাদাৎ হোসেন ছেলে আমিনুর ইসলাম ওরফে আনু(৩২)কে পুলিশ গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আনুকে রোববার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে হাজির করেলে তিনি আফরুজাকে হত্যা দায় স্বীকার করে ১৬৪ধারায় জবানবন্দি প্রদান করেছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলা গ্রহণের পরপরই তদন্ত করে জসিম ও বাচ্চু ওরফে পাতেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে আনুকে গ্রেপ্তার করা হলে তিনিও আদালতে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here