দুপচাঁচিয়ার তালোড়ায় শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
511

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়ায় শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ সংঘাধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাধক চূড়ামনি পরম প্রভূপাত শ্রীশ্রী গৌরহরি (১০৮) গোস্বামী আশ্রমস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বরে এ উপলক্ষে এক সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়। উত্তরবাংলা সারস্বত আশ্রম বগুড়ার সেবক শ্রীমৎ ধরণী চৈতণ্য ব্রহ্মচারীর সভাপতিত্বে ও নিগমভক্ত নিবাসের প্রাক্তন ছাত্র প্রভাষক অনিমেষ দেবনাথের পরিচালনায় ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরবাংলা সারস্বত আশ্রম বগুড়ার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতীমহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরবাংলা সারস্বত আশ্রমের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যাপক অনিল চন্দ্র পাল, সহকোষাধ্যক্ষ রোটারিয়ান গোপাল তেওয়ারী, সদস্য রঘুনাথ সিং, প্রাক্তন শিক্ষক বিমল চন্দ্র দাস, গ্রন্থাগারিক সুনীল চন্দ্র দাস প্রমুখ। ধর্মসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারস্বত আশ্রমের সেবক দয়াল চন্দ্র রায়, সদস্য বিমল কাবরা, নিগম শিষ্য বাসুদেব সরকার, খোকন চক্রবর্তী, পরিমল সাহা, খোকন রায়, নিগম ভক্ত নিবাসের প্রাক্তন ছাত্র চ ল কুমার দাস, ফেঁপিড়া শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত সংঘের সদস্য অলোক কুমার দাস, রিপন দাস, মানিক দাস, জীবন মন্ডল, কমল দাস, মৃদুল দাস সহ সকল সদস্য ও ধর্মপ্রাণ হিন্দু নরনারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here