দুপচাঁচিয়ার কইলে উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত

0
205

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে রোববার বিকালে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল শ্রীমৎ ভগবদ গীতা পাঠ, ধর্মীয় সংগীত ও প্রসাদ বিতরণ। উল্টো রথযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এ উপলক্ষে কইল পূর্বপাড়া বাসন্তি মন্দির চত্বরে খানপুর গৌর নিতাই সেবা সংঘ আশ্রমের সভাপতি ধনঞ্জয় মাষ্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সাংগঠনিক সম্পাদক ইন্নাত আলী। এসময় উপস্থিত ছিলেন তালোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অশোক কুমার দেব, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, সুরঞ্জিত কুমার কর্মকার সুবল, আতাউর রহমান, আব্দুল মান্নান, কইল পূর্বপাড়া বাসন্তি মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার প্রাং সহ ধর্মপ্রাণ হিন্দু নরনারীগণ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here